Logo

ক্যাম্পাস    >>   বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ, দুই শিক্ষকসহ ৯ জন সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ, দুই শিক্ষকসহ ৯ জন সাময়িক বরখাস্ত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে দলীয় রাজনীতি নিষিদ্ধ, দুই শিক্ষকসহ ৯ জন সাময়িক বরখাস্ত

 

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) দলীয় রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতায় যুক্ত থাকার অভিযোগে দুই শিক্ষক ও সাতজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন গণিত বিভাগের মশিউর রহমান ও লোক প্রশাসন বিভাগের শিক্ষক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদ মণ্ডল। বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে নিহত ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর পর এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করতে গত ২২ সেপ্টেম্বর তিন সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কমিটির আহ্বায়ক হিসেবে নিযুক্ত হন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন মিজানুর রহমান, সদস্য সচিব হিসেবে প্রক্টর ফেরদৌস রহমান, এবং সদস্য হিসেবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক আমির শরীফ।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী জানান, সিদ্ধান্ত অনুযায়ী বরখাস্ত হওয়া দুই শিক্ষক, সাত কর্মকর্তা-কর্মচারী এবং ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় মামলা করা হবে। এছাড়া, পলাতক অবস্থায় থাকা শতাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল ও তাদের সাময়িক বরখাস্ত করা হবে। উপাচার্য আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক শৃঙ্খলা রক্ষার্থে এবং ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য ও হল দখলকারীদের দমনে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।"

এ সময় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্যরা, রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন কবীর চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ উদৌল্লাহ।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert